বলরাম চক্রবর্তী, কোতুলপুরঃ কোতুলপুর বিডিও অফিসে মনোনয়নপত্র তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির বিধায়ক হরকালি প্রতিহার। কোতুলপুর ব্লক অফিস চত্বরে তাকে লক্ষ্য করে গালিগালাজ ও গাড়িতে ঢিল ছোঁড়ে বলে দাবি করে বিজেপি বিধায়ক।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে দাবি করেছেন তৃণমূল। আরও বলেন সারা বছরে বিজেপি বিধায়কের দেখা পাওয়া যায় না। কোনো কাজও করেন না তাই সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছে।
এমনকি বিডিও অফিস চত্বরে বিধায়ককে চোর চোর বলে স্লোগান দেওয়া হয়। তার গাড়ির পিছনেও ধাওয়া করে বলে অভিযোগ করেন বিজেপি বিধায়ক। তিনি বলেন, প্রথমে বিডিও অফিসে গেলে বিডিও সাহেব ছিলেন না জয়েন্ট বিডিও সাহেব বলেন ফর্ম এখনও আসেনি বিকাল ৪ টের মিটিং-এর পর জানানো হবে কবে থেকে ফর্ম পাওয়া যাবে।
পাশাপাশি এদিন বিজেপি বিধায়ক তিনি আরও দাবি করেন, যদি শান্তিপূর্ণভাবে ভোট হয় তাহলে কোতুলপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ভোটের প্রাক্কালে যদি এরকম হয় তাহলে আগামী দিন কি পরিস্থিতি হবে সেটাই এখন দেখার।
Social