টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সোমবার মহার্ঘভাতা প্রদানের দাবিতে বর্ধমানের কোর্ট চত্ত্বরে বর্ধমান জেলার জর্জ আদালতের কর্মীরা সকাল থেকে বিকাল ৩টে পর্যন্ত কর্মবিরতির ডাক দেন।
কর্মবিরতির পাশাপাশি কোর্ট কম্পাউন্ড চত্ত্বরে একটি মিছিল করেন তারা। এদিন মিছিলটি কোর্ট চত্ত্বরে প্রদক্ষিন করে আবার কোর্ট চত্ত্বরে শেষে করেন তারা।