দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ প্রতিবছর ৩ ডিসেম্বরকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯২ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে জাতিসংঘের তত্ত্বাবধানে। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে এদিন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষভাবে সক্ষম এমন ব্যক্তিদের বাড়িতে বাড়িতে গিয়ে সম্মান জানানো হয়। কলকাতার বাসিন্দা কবি মৌসুমী ডিংগাল-এর উদ্যোগে এদিন কন্যাশ্রী প্রাপ্ত ছাত্রীরা চন্দনের ফোঁটা, পুষ্পস্তবক, নতুন বস্ত্র ও মিষ্টির প্যাকেট তুলে দেয়। বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি বলেন, এই সম্মান কোনো দিন পাইনি। আজ প্রথম এতবড়ো সম্মান পেয়ে আমি খুব খুশি।