সেখ সামসুদ্দিন, মেমারিঃ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলীয় কর্মসূচিতে কলকাতা আসছেন। তার আগে মেমারি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ স্বরাষ্ট্রমন্ত্রীকে ধিক্কার জানিয়ে চিঠি লিখলেন। ২০১৪ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল বেকারদের চাকরি দেবে, দেয়নি। বাবা-কাকারা ১০০ দিনের কাজ করে দুই বছর ধরে বকেয়া টাকা পায়নি। মা-বোনেদের আবাস যোজনার টাকা আটকে দিয়েছেন। এই সকল দাবিতে বাংলার নেতা অভিষেক ব্যানার্জী দিল্লি গেলে মন্ত্রী দেখা দেননি। তার কারণে ছাত্ররা স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলায় আসার জন্য স্বাগত জানানোর পাশাপাশি প্রতিশ্রুতি পূরণ করে বাংলায় ঘুরুন বার্তা দেন। প্রতিশ্রুতি পূরণ না করার জন্য এই ধিক্কার পত্র লিখছেন বলে জানান পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি মুকেশ শর্মা সহ মেমারি কলেজ ইউনিটের ছাত্ররা।
