টুডে নিউজ সার্ভিস, কলকাতাঃ অরিজিৎ সিং-এর পর এবার কলকাতায় শো করতে আসছেন বলিউডের বিখ্যাত বাঙালি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। সূত্রের খবর, আগামী ২ ডিসেম্বর কলকাতার নিকো পার্কে অনুষ্ঠিত হবে শ্রেয়া ঘোষাল-এর এই মিউজিক্যাল নাইট। সম্প্রতি শ্রেয়া শুরু করতে চলেছেন “অল হার্টস ট্যুর” আর এই ট্যুরের শুরু হতে চলেছে কলকাতা থেকেই। এরপর কোচি, পুনে, লন্ডন এবং ম্যাঞ্চেস্টারেও শ্রেয়া পরপর শো করবেন বলে খবর পাওয়া গেছে। “অল হার্টস ট্যুর” প্রসঙ্গে একটি বিবৃতিতে শ্রেয়া ঘোষাল জানান, “শহর কলকাতা প্রথম থেকেই সঙ্গীত ও সংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধ। আর কলকাতায় এলেই আমার মনে হয় আমি নিজের ঘরে ফিরেছি। এখানকার দর্শক শ্রোতাদের উন্মাদনা আমায় মুগ্ধ করে। তাই এই ট্যুরের শুরুটা কলকাতা থেকেই করতে চাই।” এই শো এর জন্য পুরোদমে প্রস্তুতি চালাচ্ছেন নিকোপার্ক কর্তৃপক্ষ। শো এর দিন যেকোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
কিন্তু কোথায় কিভাবে পাওয়া যাবে শ্রেয়ার এই শো-এর টিকিট?
কলকাতায় এই শো এর উপস্থাপনকারি সংস্থা ‘সেন্টার স্টেজ’ এর তরফে জানানো হয়েছে যে,অফলাইন এবং অনলাইন দু’ভাবেই টিকিট কাটতে পারবেন। অনলাইনে https://www.shreyaghoshal.com/, https://in.bookmyshow.com/, https://insider.in/, এর মাধ্যমে টিকিট কাটা যাচ্ছে।
প্রসঙ্গত কলকাতার পর আগামী ৯ ডিসেম্বর পুনেতে অনুষ্ঠিত হবে শ্রেয়ার ‘অল হার্টস ট্যুর’ এর দ্বিতীয় শো। এরপর ২৩ এ ডিসেম্বর কোচি তে এবং আগামী বছরের ৯ ফেব্রুয়ারি লন্ডন, ২৪ ফেব্রুয়ারি ম্যাঞ্চেস্টার এও এই শো অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।