টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান রেল স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙ্গে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪। ঘটনার দিনই ৩ জনের মৃত্যু হয় এবং আহত হন ৩৪ জন। গতকাল রাতে আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম সুধীর সূত্রধর (৬০)। বাড়ি মেমারি থানা এলাকায় হাটপুকুর কলেজপাড়া এলাকায়। দেহ রবিবার ময়নাতদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
পরিবার সূত্রে জানা যায়, বর্ধমান স্টেশনে ঘটনার দিন কাজের সূত্রে এসে ছিল, বাড়ি ফেরার সময় বর্ধমান স্টেশনে ২নম্বর প্লাটফর্মে জল ট্যাঙ্কের নিচে বসেছিলো ট্রেন ধরার জন্য তখনই ভেঙে পরে জলট্যাঙ্কটি। গত তিনদিন ধরে ভর্তি ছিল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। দেহ আজ ময়নাতদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
বর্ধমানে জলের ট্যাঙ্ক বিপর্যয়ের ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা

Leave a Comment