টুডে নিউজ সার্ভিস, কালনাঃ এক মা তার ছেলের বস্তা বন্দী মৃতদেহ উদ্ধার করে ধান সেদ্ধ স্টিম এর কাছ থেকে । কি কারনে মৃত্যু তার তদন্ত করেছিল পুলিশ তাই নাবালক খুনের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে নাবালক ও নাবালিকা সহ গ্রেপ্তার দুই,প্রেমের কারণেই খুন নাবালকের প্রাথমিক ধারণা কালনা থানার পুলিশের ।
গ্রেপ্তার হওয়া নাবালক ও নাবালিকার কঠিন শাস্তি দাবি জানিয়েছেন মৃতের পরিজনরা,অভিযুক্তদের মঙ্গলবার বর্ধমান জুডিসিয়াল কোর্টে তোলা হলো।
ধানসেদ্ধ স্টিমে কাজ করার সময় ভালো বন্ধুর সম্পর্ক গড়েওঠে কালনার রং পাড়ার ও ধর্ম ডাঙ্গার বাসিন্দা রকি হালদার ও শিবা হেমরমের সাথে,তারই মাঝে শিবার আত্মীয় ও সম্পর্কে নাবালিকা বোনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে,সেইটা শিবা জানতে পারে সেই জেরে স্টিমের গডাউনে রকিকে খুনের ছক করে দেবা,এই ঘটনার পর তদন্তে নামে কালনা থানার পুলিশ,প্রথকে শিবকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তার বোনের সাথে প্রেমের সম্পর্কের কারণে এই খুন পুলিশ সূত্রে জানাগেছে।
Tags district west bengal
Check Also
গৃহবধূকে ধারালো অস্ত্রের কোপ, আটক অভিযুক্ত
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ। …
Social