দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ চলতি বছরের ২ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় ১০০ দিনের কাজে জব কার্ড হোল্ডারদের বকেয়া টাকার দাবিতে দিল্লির যন্তর মন্তরে ধর্না দিয়েছিলেন এ রাজ্যের জব কার্ড হোল্ডারদের নিয়ে, সেখান থেকে তিনি দাবি করেছিলেন যে সমস্ত জব কার্ড হোল্ডাররা দিল্লিতে তাদের সঙ্গে ধর্না কর্মসূচিতে অংশগ্রহণ করেছে তাদের টাকা কেন্দ্র সরকার না দিলেও দলের তরফ থেকে দেওয়া হবে। এবার তিনি কথা দিয়ে কথা রাখলেন, বৃহস্পতিবার বাঁকুড়া জেলার মোট ৬ জন একশ দিনের বকেয়া টাকা ফেরত দিলেন তিনি, বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে তিনজন জব কার্ড হোল্ডারদের বাড়ি বাড়ি গিয়ে বকেয়া টাকা ফেরত দেওয়া হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি জব কার্ড হোল্ডারদের হাতে বকেয়া টাকা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া একটি চিঠি তুলে দেন। জেলা সভাপতি জানান আগামী দিনে বাঁকুড়া জেলায় মোট ২৫০ জন জব কার্ড হোল্ডারকে তাদের বকেয়া টাকা ফেরত দেওয়া হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
এক জব কার্ড হোল্ডার প্রিয়াঙ্কা কুম্ভকার পাল বলেন , ১০০ দিনের কাজের বকেয়া টাকা পেয়ে আমি ভীষণভাবে উপকৃত হয়েছি।বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রম জিৎ চ্যাটার্জি জানান, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখেন এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় । এই শুরু হলো আগামী দিনে আরও জব কার্ড হোল্ডারদের ১০০ দিনের বকেয়া টাকা ফেরত দেওয়া হবে বলে জানান তিনি ।