জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মঙ্গলবার দশমীর সন্ধ্যায় দুর্গা প্রতিমা বিসর্জনের সময় পূর্বের রাগ বসত প্রতিবেশীকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মারধরের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে বর্ধমানের মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত পলাশ দাস ও লক্ষণ দাস এরা দু’জনেই ভাগরা মুলগ্রাম পঞ্চায়েতের ভাদাই গ্রামের বাসিন্দা। থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ভাগরা মূলগ্রাম অঞ্চলের ভাদাই গ্রামের দাস পাড়ায় বাজনা সহকারে দুর্গা প্রতিমার বিসর্জন চলছিল। সেই সময় ভাদাই দাস পাড়ার বাসিন্দা সুনীল দাস সহ তার পরিবারের লোকজন বিসর্জন দেখতে আসে। সেই সময় সুনীল দাসের প্রতিবেশী লক্ষণ দাস ও পলাশ দাস মদ্যপ অবস্থায় পুরনো রাগ বসত সুনীল দাস-কে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং বচসা চলে। বচসা চলার সময় পলাশ ও লক্ষণ হঠাৎ বাঁশ লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে সুনীল দাসকে ও তার পরিবারের লোকজনদের উপর চড়াও হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন সুনীল দাসের পরিবার বলে জানা যায়।
এই ঘটনায় ঐ রাতে সুনীল দাস মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ করে পলাশ দাস ও লক্ষণ দাসের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রাথমিক তদন্তে পলাশ দাস ও লক্ষণ দাস গ্রেফতার করে। ধৃতদের বুধবার কালনা আদালতে তোলে পুলিশ।
Social