তিন রাজ্যে বিজেপির জয়ে বর্ধমানে বিজেপি কর্মীদের উল্লাস ও লাড্ডু বিতরণ

Prabir Mondal
1 Min Read

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রাজস্থান ,মধ‍্যপ্রদেশ ও ছত্রিশগর তিনটি রাজ‍্যে নির্বাচনে বিজেপি জয়লাভ হওয়ার পরেই, রবিবার রবিবার সন্ধ্যায় বর্ধমান-২ ব্লকের স্বস্তিপল্লী মোড়ে বিজেপির পক্ষ থেকে গেরুয়া আবির মেখে উচ্ছ্বাসে আনন্দিত হলেন কর্মী সমর্থকেরা। এছাড়াও চলে পথ চলতি মানুষদের লাড্ডু বিতরণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন জেলার এস সি মোর্চার সাধারণ সম্পাদক মনমথ অধিকার সহ অন্যান্য কর্মী সমর্থকরা। এদিন তিনি বলেন, সামনের লোকসভা নির্বাচনে ওরা শূন্য হয়ে যাবে। তিনি আরও বলেন, এ রাজ্যে যে সমস্ত মানুষ এখনও পর্যন্ত ভারতীয় জনতা পার্টির আদর্শ জানে না এবং বোঝে না তারা এখনও পর্যন্ত চোরের দলে ঘুরে বেড়াচ্ছে। লকডাউনে রেশন থেকে আরম্ভ করে সবই কেন্দ্র সরকার দিয়েছে। সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে আজও মিছিল করছে চোরের দল অর্থাৎ তৃণমূলের দল। ‘টিএমসি’ মানে ‘টাকা মারা কমিটি।’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *