জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর ব্লকের ভাগরা-মূলগ্রাম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মঙ্গলবার বিকালে প্লাস্টিকের ব্যবহার এবং জল সংরক্ষণ নিয়ে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় মন্তেশ্বরের ভাগরাগ্রামে। এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লকের যুগ্ম বিডিও সোমনাথ সাউ, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ সাইফুদ্দিন শাহ, উপপ্রধান কুমারজিত পান, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী সহ এলাকার কয়েকশো মানুষজন।
যুগ্ম বিডিও সোমনাথ সাউ বলেন, যেভাবে প্রতিদিন প্লাস্টিকের ব্যবহার বাড়ছে তা থেকে সাধারণ মানুষজনকে বিরত করতে প্লাস্টিক ব্যবহারের থেকে কিডনি রোগ, ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগ হতে পারে, এইসব ব্যাপারে প্লাস্টিকের ক্ষতিকারক দিকগুলি এদিন তুলে ধরা হয়েছে। পাশাপাশি জল সংরক্ষণ নিয়ে এদিন এলাকার মানুষজনকে বোঝানো হয়েছে। তিনি আরও বলেন, মন্তেশ্বর ব্লক এই মুহূর্তে সেমি ক্রিটিক্যাল জোনে রয়েছে। তাই জল যাতে অযথা নষ্ট না হয় সেদিকে এলাকাবাসীকে লক্ষ্য রাখতে হবে। জল সঞ্চয় ও প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণের জন্য কিভাবে সচেতন হওয়া প্রয়োজন সেই দিকগুলিও তুলে ধরা হয়েছে এই বৈঠক থেকে।
Social