অরুনাভ দত্তঃ সময়ে সময়ে নিজের ভেতরে নিজের ঢোকার খুব দরকার হয়ে দাঁড়ায়। আমিও সমাজের ৮-১০ জনের মতো বিশ্বায়নের যুগে ইতস্তত ঘোরাফেরা করি, এক নিমেষে সারা বিশ্বকে দেখি… সারা বিশ্বের মানুষের সঙ্গে এক নিমেষে কথা বলি। কিন্তু নিজের ভেতরে ঢুকি কখনও! একটা সময়ে নিজের সঙ্গে নিজের কথা বলতে হয়। নিজেকেও চিনতে হয়, নিজের ভেতরে নিজেকে দেখতে হয়। নিজের ভেতরটা দেখা বোধহয় সবথেকে বেশি প্রয়োজন। নিজের চেহারার সামনে কখনও কখনও এসে দাঁড়াই।
খারাপ বলে যা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, তার ভালোটা কখনও খুঁজতে যাইনি। যাকে নিজের লোক ভেবে বিশ্বাস করেছি তার কাছ থেকেই সব থেকে বেশি দুঃখ পেয়েছি। যাকে ভালো লেগেছিল তার উপর দায়িত্ব বোধের পারদ চড়িয়ে অন্যায় করেছি। নিজে আমি কতটা ঠিক! আমার ক্ষমতা কতটা যুক্তিসঙ্গত! আমার সরলতা কতটা বিরক্তিকর আমার নিজের জন্য! আমার অহংকার কতটা অপরের ক্ষতির কারণ! খুঁজে দেখেছি কি! কোনো কোনো দিন কিছু না করে চুপচাপ থাকার চেয়ে নিজের ভেতরে নিজেকে দেখাও একটা দর্শন! যা ভেতরে ভেতরে নিজেকে জাগিয়ে তোলে।
Social