টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ফের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বর্ধমানের মেমারির রসুলপুরে চাকনাড়া মোড়ে। মৃতের নাম সদীপ মিদ্যা, বয়স ৪৮। জানা যায়, ওই ব্যক্তি চাকনাড়া মোড়ে রাজ্য সড়ক পার হওয়ার সময় মেমারি থেকে বর্ধমানমুখী এক চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে এবং তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে যায় ও ঘাতক গাড়িটি রাস্তার পাশের এক ইলেকট্রিক পোলে ধাক্কা মারে। এই ঘটনায় গুরুতর আহত হন সদীপ মিদ্যা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয়রা বর্ধমান-২ ব্লকের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় এবং চিকিৎসা চলাকালীন অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ পৌঁছে ঘাতক গাড়িটিকে করেছে।
Tags Accident district west bengal
Check Also
সৃজনী প্রেক্ষাগৃহে আর্ট ওয়ার্কশপ
টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ ‘ছবি আঁকার মানুষ ওগো পথিক চিরকেলে, চলছ তুমি আশেপাশে দৃষ্টির জাল …
Social