জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ টাটা সুমো গাড়ির সাথে হারভেস্টারের মুখোমুখি সংঘর্ষে টাটা সুমো গাড়িতে থাকা ৮ জন আহত। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে মেমারি-মালডাঙ্গা রাস্তায় পিপলন মোড় সংলগ্ন এলাকায়। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি টাটা সুমো গাড়িতে চড়ে কাটোয়ায় আত্মীয়ের বাড়ি থেকে নেমন্তন্ন সেরে ৩ মহিলা সহ ৮ জন মেমারি-মালডাঙ্গা দিয়ে কলকাতার বেহালায় ফিরছিলেন। কাটোয়া থেকে গাড়িটি মেমারি দিকে যাবার পথে মন্তেশ্বরের পিপলন বাজার মোড় সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা ধানকাটার একটি গাড়ি হঠাৎ সামনে চলে এলে মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। দুর্ঘটনার ফলে টাটা সুমো গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। টাটা সুমো গাড়িটির মধ্যে থাকা ৮ জনকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। আঘাত গুরুতর থাকা এক মহিলা সহ ৩ জনকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসকরা।
