Breaking News

বাঁকুড়ায় খুনের ঘটনায় দুর্গাপুর থেকে গ্রেফতার ৪

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ বাঁকুড়া সদর থানার অন্তর্গত শহরের ১১ নম্বর ওয়ার্ডে অবস্থিত নতুনচটি এলাকায় সংঘটিত খুনের ঘটনায় ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে পিন্টু রুইদাস, তার স্ত্রী নমিতা রুইদাস এবং দুই ছেলে মহেশ্বর রুইদাস ও বিশ্বেশ্বর রুইদাস, যাদের বিরুদ্ধে হত্যা মামলার রুজু করেছে পুলিশ। মঙ্গলবার বাঁকুড়া সদর থানায় এক সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান বাঁকুড়ার এস.পি বৈভব তিওয়ারি।এস.পি বৈভব তিওয়ারি বলেন, যে ৪ অভিযুক্তকে মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল এবং পুলিশ ৪৮ ঘন্টার মধ্যে এটি করেছে। তিনি আরও বলেন, দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল এবং বিরোধের বিষয়টি আদালতেও ছিল, যার জের ধরে ৩ ডিসেম্বর সন্ধ্যায় অভিযুক্তরা দত্ত পরিবারের ওপর হামলা চালায়, এতে তিনজনই আহত হয়। পুলিশ আহত তিনজনকে বাঁকুড়ায় নিয়ে যায়। আহত সকল ব্যক্তিকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। যেখানে মথুর মোহন দত্ত(৬৩) ও শ্রীধর দত্তের(২৯) যারা উভয়েই বাবা এবং ছেলে তাঁদের মৃত্যু হয়। স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় এখনো ভর্তি রয়েছে বাঁকুড়া মেডিকেল কলেজ। অভিযুক্তদের ধরতে পুলিশ বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, তালডাংরা সহ বিভিন্ন এলাকায় ফাঁদ পেতেছিল, তারপরে খবর পেয়ে দুর্গাপুরের কোকওভেন থানার সহায়তায় অভিযুক্তদের দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে ধরা হয়। যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় দুই প্রতিবেশীর মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিবাদের সৃষ্টি হয়, যার জের ধরে ঈর্ষান্বিত আসামীরা একই পরিবারের তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। মৃত্যু হয় দুজনের। এই ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেও, অধরা ছিল মূল অভিযুক্তরা অবশেষে পুলিশের জালে ধরা পড়লো এই কান্ডের মূল অভিযুক্তরা।

About News Desk

Check Also

বিপুল পরিমাণ চোলাই মদ সহ গ্রেফতার এক

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ চোলাইয়ের বিরুদ্ধে মন্তেশ্বর থানার পুলিশ অভিযান চালিয়ে প্রায় ২০ লিটার চোলাই মদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *