জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর আঞ্চলিক গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতীয় ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে চার দফার দাবিতে মন্তেশ্বর থানায় প্রতিকি স্বারকলিপি জমা দেয় কমিটির নেতৃত্বরা। মন্তেশ্বর আঞ্চলিক কমিটির ভারতীয় যুব ফেডারেশন ও ছাত্র ফেডারেশনের সৈকত ঘোষ, হেমন্ত মল্লিক, হাবিব মণ্ডল-দের নেতৃত্বে ১০ জন প্রতিনিধি নিয়ে ১১ এপ্রিল এসএফআই ও ডিওয়াইএফআই-এর উত্তর ২৪ পরগনা কমিটির ডাকে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ অভিযানে অংশগ্রহণকারী ১০ জন জেল হেফাজতে থাকা কমরেডদের অবিলম্বে বিনা শর্তে মুক্তি দেওয়ার দাবি। রাজ্যজুড়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনকারীদের উপর সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি। শান্তিপূর্ণ মিছিলে ও গণতান্ত্রিক আন্দোলনের উপর পুলিশের অনৈতিক আক্রমণ বন্ধ করার দাবি। সহ চার দফা দাবিতে মঙ্গলবার মন্তেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কুনাল বিশ্বাস-এর কাছে স্মারকলিপি জমা দেন মন্তেশ্বর আঞ্চলিক কমিটির যুব ফেডারেশন ও ছাত্র ফেডারেশনের নেতৃত্ব।
উপস্থিত ছিলেন মন্তেশ্বর আঞ্চলিক যুব ফেডারেশনের সম্পাদক সৈকত ঘোষ, সভাপতি হাবিব মণ্ডল, মন্তেশ্বর আঞ্চলিক কমিটির ছাত্র ফেডারেশনের নেতা হেমন্ত মল্লিক সহ আরও অনেকে।