অভিজিৎ হাজরা, আমতা, হাওড়াঃ গ্ৰামীণ হাওড়া জেলার আমতা বিধানসভার জয়পুর থানার অন্তর্গত ঝিখিরা গ্ৰাম পঞ্চায়েত এলাকার হাওড়া ও হুগলি জেলার প্রায় সংযোগ স্থল ঝিখিরা বাজারে প্রতিষ্ঠিত মন্দিরে রক্ষাকালী মাতা ঠাকুরাণী এস্টেট এর আয়োজনে, পূজা কমিটির সহযোগিতায় ঝিখিরা বারোয়ারি রক্ষাকালী পূজা ৩২৩তম বর্ষে পদার্পণ করেছে। চারদিন ব্যাপী চলছে পূজা। পাশাপাশি পূজা উপলক্ষে মেলা ও নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
হাওড়া ও হুগলি কয়েকটি থানা এলাকার ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বী আবালবৃদ্ধবনিতার প্রায় লক্ষাধিক মানুষের সমাগম এই চারদিনে হবে বলে স্টেটের পক্ষে তপন চন্দ্র, সমীর রায়, বুলগানিন বোধক জানান।
বাতাসা ছড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, পথ পরিক্রমা মাধ্যমে প্রতিষ্ঠিত পুকুর থেকে জেসিবি মেশিন দিয়ে প্রতিমা তৈরীর জন্য মাটি তোলা হয়েছে বলে জানিয়েছেন পূজা কমিটির সভাপতি সুকুমার দোলুই। চারদিন ব্যাপী পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডালিতে আছে মানসিকী ও প্রসাদী পূজা গ্ৰহণ, প্রতিমা বেদীমূলে প্রতিমা স্থাপন, ঘট স্থাপন, মাতৃ আরাধনা, দন্ডী মানত শোধ, বলিদান, আরতি, হোম, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, ঝিখিরা বাজার ডাক (১৪৩০ সালের ১ বৈশাখ থেকে ১৪৩০ সালের ৩০ চৈত্র পর্যন্ত) দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকদের পক্ষে ভোলানাথ হাজরা, বিশ্বনাথ হাজরা, অর্ঘ্য হাজরা,শান্তনু হাজরা।
এবছর পূজা উপলক্ষে অন্নকূট, যাত্রাপালা ‘No1 ক্রিমিনাল’, মিলন উৎসব, সিঁদুর খেলা হবে বলে জানান উদ্যোক্তারা চারদিন ব্যাপী পূজা ও মিলন উৎসবের তৃতীয় দিন বিশেষ শোভাযাত্রা সহকারে দধিকর্মা বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠিত পুকুরে রক্ষাকালী মাতা প্রতিমা বিসর্জন দেওয়া হবে।
চতুর্থ দিন মঙ্গলবার জয়পুর থানার ভাটোরাতে শীতলা মাতা পূজা অনুষ্ঠানের মাধ্যমে চারদিন ব্যাপী পূজা ও মিলন উৎসবের পরিসমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন পূজা কমিটির পক্ষে কাশীনাথ নন্দী, জগু মালিক।
চারদিন ব্যাপী পূজা অনুষ্ঠান ও মিলন উৎসবে উপস্থিত থাকছেন রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তের সমাজের বিশিষ্ট ব্যক্তিতবর্গ। চারদিন ব্যাপী পূজা অনুষ্ঠান ও মিলন উৎসবে হাজির থাকছেন পুলিশ প্রশাসনের তরফে বিভিন্ন আধিকারিকবৃন্দ।
যত দিন যাচ্ছে ততই এই পূজা অনুষ্ঠান ও মিলন উৎসবে ভক্তদের ঢল নামছে। এই পূজা অনুষ্ঠান ও মিলন উৎসব উপলক্ষে ঝিখিরা, অমরাগড়ি ও জয়পুর গ্ৰামের প্রতিটি বাড়ি আত্মীয়স্বজনদের ভিড়ে পরিপূর্ণ।
Social