দেবনাথ মোদক, খাতড়াঃ বর্তমান সময়ে জেলার ব্লাড ব্যাংকগুলিতে দেখা দিয়েছে রক্তের সংকট। সেই রক্ত সংকট কিছুটা মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল ইন্দপুরে। শনিবার গৌরবাজার গ্রামের চিয়ক গ্রুপের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনায় ওই রক্তদান শিবিরের আয়োজন করা হয় কমিউনিটি হল প্রাঙ্গণে।
আয়োজকদের তরফে ওই সংগঠনের সদস্য প্রদীপ্ত গোস্বামী জানান, প্রতি বছরের ন্যায় এবছরও ৫তম রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন শিবিরে ১৪ জন মহিলার সহ মোট ৫২ জন রক্তদাতা রক্তদান করেন। সেই রক্ত সংগ্রহ করেন ছাতনা সুপার স্পেশালিস্টি হাসপাতালের ব্লাড সেন্টারের কর্মীরা। শিবিরকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
সমস্ত খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন্ট করুন : : https://chat.whatsapp.com/J2ZCZS26NOzBfHUobcE0YN
Social