জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর ব্লকের করন্দা গ্রামের করন্দা যুব কিশোর সংঘের পক্ষ থেকে করন্দা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো রবিবার। উদ্যোক্তাদৈর পক্ষ থেকে অঞ্জন দে, কবির রহমান, সত্যনারায়ণ কুন্ডু, রাজিব মুখার্জিরা জানান, এই এলাকা বেশিরভাগ চাষী ও খেটে খাওয়া গরীব মানুষজনদের বসবাস, তাই অনেক গরীব মানুষ পয়সার অভাবে এলাকার বাইরে চিকিৎসা করাতে যেতে পারে না।
এই এলাকার কেউ অসুস্থ হলে চিকিৎসকরা জন্য হয় ২০ কিলোমিটার দূরে মন্তেশ্বর হাসপাতাল ও প্রায় ৪৫ কিলোমিটার দূরে বর্ধমান হাসপাতালে চিকিৎসার জন্য যেতে হয়। তার জন্য আমরা প্রত্যেক বছর এলাকার মানুষজনের সহযোগিতায় যুব কিশোর সংঘের পক্ষ থেকে এই স্বাস্থ্য শিবির করে আসছি। এই বছর প্রায় ২০ বছরের পদার্পণ করল এই শিবির।
এদিন প্রায় ১৫০ জন মানুষজন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ব্লাড সুগার পরীক্ষা, প্রেসার পরীক্ষা, সহ বিভিন্ন রোগের চিকিৎসা ও পরীক্ষা করা হয়। এই শিবিরে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে মেডিকেল চিকিৎসকরা আসেন।
Social