বিশ্বজিৎ বিশ্বাস, নদিয়াঃ প্রতিনিয়ত স্বামীর অত্যাচার। অত্যাচার সহ্য করতে না পেরে শ্বশুরবাড়ি ছেড়ে নিখোঁজ এক গৃহবধূ। জামাইয়ের শাস্তির দাবিতে থানার দ্বারস্থ নিখোঁজ গৃহবধূর বাবা। জানা যায়, নিখোঁজ গৃহবধুর নাম সুমিতা বিবি (২৪)। শ্বশুরবাড়ি নদিয়ার শান্তিপুরের কারিগরপাড়ায়। গৃহবধূর বাবার বাড়িও একই এলাকাতে।
গৃহবধূর বাবা ইয়াজ দাহামের অভিযোগ, তার মেয়েকে দীর্ঘদিন ধরে মানসিক এবং শারীরিক অত্যাচার করে আসছে স্বামী। মাঝে মাঝেই বাড়িতে এসে সুমিতা সমস্ত ঘটনা খুলে বলে, কিন্তু সংসার টিকিয়ে রাখার জন্য লড়াই চলতে থাকে। অভিযোগ হঠাৎই শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ওই গৃহবধূ, এদিক-ওদিক হন্যে হয়ে খোঁজে গৃহবধুর বাবা, কিন্তু কোথাও মেলেনি সন্ধান।
অবশেষে একমাত্র মেয়ের সন্ধানের পরে শান্তিপুর থানার দারস্ত হয় নিখোঁজ গৃহবধূর বাবা। এছাড়াও অভিযুক্ত জামাইয়ের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ।
Social