টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল জগন্নাথ দেবের রথ যাত্রা। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ায় রথযাত্রা উৎসব পালিত হয়। বলরাম ও বোন সুভদ্রা-কে নিয়ে মাসির বাড়িতে রওনা দেন জগন্নাথ দেব। আর রথযাত্রাকে ঘিরে পুরী, ইসকন, মাহেশ সহ বিভিন্ন মন্দিরের পাশাপাশি সম্প্রীতির মহামিলন ক্ষেত্র হয়ে উঠলো পূর্ব বর্ধমানের বর্ধমান দু’নম্বর ব্লকের স্বস্তিপল্লী। এই বিশেষ তিথিতে মহা ধুমধামে সকাল থেকে স্বস্তিপল্লী জগন্নাথ দেবের মন্দিরে পূজা-অর্চনা চলে। এদিন রথে রশিতে টান দিতে ছোট থেকে বড় সকলে উপস্থিত হয় মন্দির প্রাঙ্গণে। প্রাচীন রীতি নীতি মেনে কীর্তন ও বিভিন্ন বাদ্য বাজনায় জমে রথ উৎসবের আবহ। এই রথযাত্রা এবছর ২৫তম বছরে পড়েছে। এদিন বিকালে এই রথ এলাকা পরিক্রমা করে স্বস্তিপল্লী ফুটবল ময়দানে এসে শেষ হয়। এখানে উল্টো রথ পর্যন্ত চলে পূজা অর্চনা। স্বস্তিপল্লীর এই রথ উৎসব একদিনের নয়। এখানে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত চলে উৎসব। এই রথ উৎসব ভ্রাতৃ সংঘের পরিচালনায় হয়ে আসছে।
পাশাপাশি এই রথযাত্রা উপলক্ষে স্বস্তিপল্লী ভ্রাতৃ সংঘের পরিচালনায় স্বস্তিপল্লী ফুটবল ময়দানে মেলাও বসে। সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত এই কয়েকটা দিন মেলার মূল মঞ্চে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Social