বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ স্বপ্নের মৃত্যু হয়েছে, মাথা নিচু করে থাকতে হচ্ছে। এটা নির্দ্বিধায় খুন, খুন করা হয়েছে স্বপ্নদ্বীপকে। এদিন নদীয়া রানাঘাটে স্বপ্নদ্বীপের পরিবারের সঙ্গে দেখা করে কটাক্ষ করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজন চক্রবর্তী সহ আরো বেশ কয়েকজন সিপিআইএম নেতা স্বপ্নদ্বীপের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন। প্রায় আধা ঘন্টা কথা বলেন স্বপ্নদ্বীপের মা-বাবা এবং মামার সঙ্গে।
উল্লেখ্যঃ স্বপ্নদ্বীপের মৃত্যুর পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তৃণমূলের শিক্ষা মন্ত্রীসহ পাঁচ প্রতিনিধিদল ইতিমধ্যেই পরিবারের সঙ্গে দেখা করে দোষীদের শাস্তির আশ্বাস দিয়ে গেছেন। শুক্রবার শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি বিধায়ক আসার কথা রয়েছে। ঠিক সেই রকমই সুজন চক্রবর্তীও এদিন পরিবারের সঙ্গে কথা বললেন। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার এবং প্রশাসনকে কটাক্ষ করেন তিনি। তিনি বলেন স্বপ্নদ্বীপকে খুন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হোস্টেলে প্রাক্তনীরা গুন্ডাগিরি করে বেড়ায়। আমরা স্বপ্নদ্বীপের মৃত্যুর প্রতিবাদ জানাই এবং দোষীদের শাস্তি চাই। বিভিন্ন হোস্টেল গুলিতে রেগিং মুক্ত করতে হবে। আমরাও চাই বিশ্ববিদ্যালয়ের হোস্টেল গুলিতে সিসিটিভি বসানো হোক।