Breaking News

সুজাতা প্রসঙ্গে আক্ষেপের সুর সাংসদ সৌমিত্রর গলায়

 

দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ  রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট আসন্ন তার আগেই সব শিবিরই লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে। বিজেপির তরফ থেকে সেরকমই এক কর্মীসভা আয়োজন করা হয় বাঁকুড়ার ইন্দাসে শাহসপুর হাটতলায়। সেই সভায় যোগদান করেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।এই সভা থেকে কর্মীদের মনোবলকে চাঙ্গা করতে এবং এদিন রাজ্য সরকারকে একহাতে নিতে দেখা গেল সাংসদকে। এর পাশাপাশি অনুব্রত প্রসঙ্গ টেনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাঁকুড়ার এমন কিছু নেতা আছে যাদেরও খুব শীঘ্রই সিবিআই বা ইডি-র ডাক আসবে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে আক্রমনাত্মক ভূমিকার পাশাপাশি একটু অন্য মেজাজেও দেখা গেল সাংসদকে। 

তাঁর স্ত্রী সুজাতা প্রসঙ্গে অভিমান এবং আক্ষেপ দুই শোনা গেল তার গলায়, তিনি বলে উঠলেন যখন তিনি কাজে দিল্লি যান বা কলকাতায় আছেন, তখন যদি কেউ রাত একটা দেড়টা অবদি মদ খেয়ে বাড়ি ঢোকে সেটা কি মেনে নেওয়া যায়? তিনি এও বলেন যখন তাঁকে বিজেপির যুব মোর্চার দায়িত্ব দেওয়া হয় সেই সময় বাড়ি ছেড়ে গিয়ে সুজাতা তৃণমূলে গিয়ে মালা পরছেন এবং তৃণমূলে যোগদান করে কুনাল ঘোষের  বাড়িতে গিয়ে ছয় মাস থাকছেন আর বলবে সৌমিত্র খাঁ খারাপ এটা কখনও মেনে নেওয়া যায় না। সবে মিলে অভিমানী এবং আক্রমনাত্বক দুই ভূমিকাতেই দেখা গেল সাংসদ সৌমিত্র-কে।

About Burdwan Today

Check Also

বাঁকার মধ্যে অনেকে ঘর বাড়ি করে বসে যাচ্ছে, ভাবছে যেহেতু কেউ কিছু বলার নেই : খোকন দাস

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ “ইতিমধ্যে বাঁকার মধ্যেও অনেকেই বাড়ি ঘর করে ফেলেছে, যেহেতু কেউ কিছু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *