জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ শাসকদল তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিএম-এ যোগদান করলেন মন্তেশ্বর ব্লকের বাঘাসন অঞ্চলের ইন্দ্রপুর গ্রামের কয়েকশো মানুষ। শুক্রবার তাদের হাতে সিপিএমের পতাকা তুলে দেন মন্তেশ্বর ব্লক সিপিআইএমের এরিয়া কমিটির সম্পাদক ওসমান গনি সরকার।
সিপিএম নেতৃত্বের দাবি, তৃণমূল কংগ্রেসের বাঘাসন অঞ্চলের সাধারণ সম্পাদক ও ইন্দ্রপুর গ্রামের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি স্বরূপ ঘোষের নেতৃত্বে ইন্দ্রপুর গ্রামের প্রায় ১৪০টি পরিবারের ৬০০ ভোটার তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিআইএমে যোগদান করেছে। যোগদানকারীদের দাবি, তৃণমূল দলটা দুর্নীতিতে ভরে গেছে। সরকারের উন্নয়ন গুলি তৃণমূলের মুষ্টিমেয় কয়েকজন দালাল নিজেদের মধ্যে কুক্ষিগত করে রেখেছেন। তার প্রতিবাদেই এই দল ত্যাগ।
এদিন উপস্থিত ছিলেন সিপিআইএম মন্তেশ্বর এরিয়া কমিটির সম্পাদক ওসমান গনি সরকার ধনঞ্জয় সামন্ত, বাঘাসন অঞ্চলের সিপিআইএমের নেতা শক্তিপদ ঘোষ, ডালিম মণ্ডল, গুরুপদ ঘোষ সহ আরও অনেকে।
পাশাপাশি যোগদান পর্ব অনুষ্ঠানের পর পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ওই গ্রামের পঞ্চায়েতের প্রার্থীর সমর্থনে যোগদানকারীদের নিয়ে সিপিআইএম নেতৃত্ব একটি মিছিল বার করে গোটা ইন্দ্রপুর গ্রাম পরিক্রমা করে।
Social