জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর ব্লকের মধ্যমগ্রামের বাসিন্দা মৃত বিশু মুর্মু ও সাহাপুর গ্রামের বাসিন্দা মৃত কেয়ারানী সিং নামে সর্পঘাতে মৃতদের পরিবারদের হাতে রাজ্য সরকারের বিপর্যয় মোকোবিলার দপ্তরের এক লক্ষ টাকা করে আর্থিক চেক তুলে দেওয়া হলো বৃহস্পতিবার বিকালে ব্লক অফিসের প্রাঙ্গনে।
এই চেক তুলে দেন মন্তেশ্বরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ও মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস, মন্তেশ্বর ব্লক বিপর্যয় মোকাবেলা দপ্তরের আধিকারিক বুদ্ধদেব পাল, পঞ্চায়েত সমিতির বিদায়ী সহ সভাপতি আহমেদ হোসেন শেখ, সহ আরও অনেকে।
Social