গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়াঃ সরস্বতী পুজো শুরু হয় ২৬ জানুয়ারী। শনিবার সরস্বতী পুজোর শোভাযাত্রায় মেতে উঠেছে কাটোয়ার ঘোড়ানাশ, মুস্থূলী, আমডাঙ্গা গ্রাম, পাঁচবেড়িয়া ও একডেলা গ্রাম। এখানকার বাসিন্দাদের কাছে সরস্বতী পুজো হল এক বর্ষসেরা উৎসব। এদিনের শোভাযাত্রায় রয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা, ক্লাব ব্যাণ্ড, শিং ভ্যাঙড়া, ধামসা মাদল, তাসা, টগর সহ বিভিন্ন বাদ্যযন্ত্র।শোভাযাত্রা দেখা গেল ঘোড়ানাশের শিব সংঘ, অগ্রগামী ক্লাব, নবরুপ সংঘ, মাদার স্মৃতি সংঘ, মুস্থূলীর শিবরঞ্জন সংঘ, নবযুব সংঘ, ত্রি ক্লাব, নাইস ক্লাব, ইয়ং স্টার ক্লাব, কিশোর সংঘ, বিবাদী সংঘ, আমডাঙ্গার বাঘাযতীন সংঘ,অবুজ সংঘ। শোভাযাত্রা দেখতে এক জনজোয়ারে পরিণত হয় কাটোয়া।
এই পুজোতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তারজন্য কাটোয়া থানার প্রচুর পুলিশ প্রশাসন এদিনের শোভাযাত্রায় মোতায়েন থাকে।
Social