শেখ জাহীর আব্বাস মল্লিক, হুগলিঃ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটা অন্যতম উন্নত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান নাবাবীয়া মিশন। এই নাবাবীয়া মিশনে রবিবার ৮ জানুয়ারী ২০২৩ নতুন শিক্ষাবর্ষে নতুন করে যে সমস্ত ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে তাদের আজ মিশনে পৌঁছনোর দিন ছিল। মিশনে প্রায় আড়াইশোর মত ছাত্রছাত্রী এবার নতুন করে ভর্তি হলো, তার ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন মিশন প্রাঙ্গণে উপস্থিত ছিলেন হুগলি জেলার সভাধিপতি জনাব মেহবুব রহমান সাহেব এবং উপস্থিত ছিলেন খানাকুল থানার প্রশাসনিক কর্মকর্তারা এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সমাজসেবী, শিক্ষাবিদগণ। সারাদিন ছাত্র-ছাত্রীদের সমস্ত প্রকার সহযোগিতার জন্য সকল শিক্ষক-শিক্ষিকা অশিক্ষক কর্মীবৃন্দ, মিশনের পুরাতন ছাত্র ছাত্রী, সর্বোপরি মিশনের সাধারণ সম্পাদক সাহিদ আকবর পাশে ছিলেন।
নবাগত অভিভাবক অভিভাবিকাদের উদ্দেশ্যে সাহিদ আকবর বলেন “সন্তান আপনার, ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমাদের, সম্পদ হবে দেশের, জাতির, সমাজের।