জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর থানার এক সিভিক ভলেন্টিয়ারের সততায় হারিয়ে যাওয়া সাড়ে ১২ হাজার টাকা ফিরে পেল মন্তেশ্বরের মাঝেরগ্রাম পঞ্চায়েতের দেওয়ান গাধীর এক ব্যক্তি। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে মাঝেরগ্রাম বাস স্ট্যান্ড এলাকায়। জানা গেছে, পেশায় ক্ষেতমজুর দেওয়ান গাধীর বাসিন্দা জমিরউদ্দিন শেখ পকেটে সাড়ে ১২ হাজার টাকা নিয়ে সাতগেছিয়া যাচ্ছিলেন বন্ধক থাকা জিনিসপত্র ছাড়াতে। মাঝেরগ্রাম বাস স্ট্যান্ড এলাকায় বাসে চাপার আগেই অসাবধানবশত টাকাটি রাস্তায় পড়ে যায়। সেটি খেয়াল না করেই বাসে চেপে সাতগেছিয়া চলে যায় ওই ব্যক্তি। বন্ধক থাকা দোকানে গিয়ে টাকাটি খুঁজে না পেয়ে হতাশায় ভেঙে পড়েন তিনি।
অন্যদিকে রাস্তায় পড়ে থাকা টাকাটি পান মন্তেশ্বর থানার কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার মিরপুর গ্রামের বাসিন্দা তৌফিল আহমেদ। তিনি টাকাটি মন্তেশ্বর থানায় জমা করেন। এই দিকে টাকা হারিয়ে যাবার পর ওই ব্যক্তি সাতগেছিয়া থেকে মাঝেরগ্রাম বাসস্ট্যান্ডে এসে টাকাটির খোঁজ করতে থাকেন। সে সময় তিনি জানতে পারেন এক সিভিক ভলেন্টিয়ার টাকাটি পেয়েছে। এরপর মন্তেশ্বর থানায় ওই ব্যক্তির হাতে টাকাটি তুলে দেন মন্তেশ্বর থানার ওই সিভিক ভলেন্টিয়ার তৌফিল আহমেদ। টাকা ফিরে পেয়ে খুশি শেখ জমির উদ্দিন। ওই সিভিক ভলেন্টিয়ার ও মন্তেশ্বর থানার পুলিশকে সততার নজির দেখলো মন্তেশ্বর।
Social