Breaking News

সংসারে মিত্র কিন্তু ভোটের ময়দানে প্রতিপক্ষ, তৃণমূল আর সিপিআইএমের হয়ে ভোটে লড়ছেন দুই জা!

 

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সংসারে মিত্রতা থাকলেও ভোটের ময়দানে একদমি আলদা। পঞ্চায়েত ভোটে নিজের আসন ঠিক রাখতে একে অপরের পতিপক্ষ। এক বউ দিদির সৈনিক তো আরেক বৌ দাদার।  একই পরিবারের দুই বৌ-এর এই রাজনৈতিক লড়াইকে দেখছেন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দু’নম্বর ব্লকের হাটগোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের জড়ুল গ্রামের বাসিন্দারা। 

বর্ধমানের এই জড়ুল গ্রামের ১৭৪নং বুথে এবার সিপিএমের প্রার্থী হয়েছেন অপর্ণা মল্লিক এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তাঁরই জা রেণুকা মল্লিক। কার্যতঃ এই জড়ুল গ্রাম চিরকালই সিপিএমের দুর্গ বলে পরিচিত। ভোট প্রচারে একে অপরের পতিপক্ষ হলেও সাংসারিক জীবনে দুই বৌ-এর সম্পর্ক সু-মধুর।

সিপিআইএম প্রার্থী অপর্ণা মল্লিক জানিয়েছেন, গ্রামের রাস্তা, জল, ড্রেনের প্রযোজন আছে সেই কাজগুলি করার চেষ্টা করবেন। তাঁরই জা অপর্ণা মল্লিক তাঁর বিরুদ্ধেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তিনি তাঁর কাছেও আবেদন করেছেন তাঁকে ভোট দেবার জন্য। 

অন্যদিকে, তৃণমূল প্রার্থী রেণুকা মল্লিক জানিয়েছেন, গ্রামের অনেক উন্নয়ন হয়েছে। দিদি মমতা বন্দোপাধ্যায়ের কল্যাণে গ্রামের সমস্ত মানুষের কাছেই উন্নয়ন পৌঁছেছে। তবুও গ্রামের রাস্তা থেকে পানীয় জল সহ কিছু কাজ এখনও বাকি আছে। তিনি জিতলে সেগুলি তিনি সম্পন্ন করতে চান। পাশাপাশি ভোটে জিতে গ্রামের মানুষের পাশে সবসময়ের জন্য থেকে কাজ করতে চান।

About Burdwan Today

Check Also

সৃজনী প্রেক্ষাগৃহে আর্ট ওয়ার্কশপ

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ ‘ছবি আঁকার মানুষ ওগো পথিক চিরকেলে, চলছ তুমি আশেপাশে দৃষ্টির জাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *