বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শিবের মাথায় জল ঢালতে ভোর থেকে ভিড় ভক্তদের। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের শিব মন্দিরে ভিড় চোখে পড়ার মতো। গোটা শ্রাবণ মাস জুড়ে শিবের আরাধনায় মগ্ন থাকেন ভক্তরা। তাই শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালতে ভিড় দেখা যায় ভক্তদের।
গোটা শ্রাবণ মাস পরতে না পড়তেই দূর দুরন্ত থেকে ভক্তরা ভিড় জমান নদীয়ার শিবনিবাস শিবমন্দিরে। শিবনিবাস শিব মন্দির জুড়ে রয়েছে করা পুলিশি নজরদারি। অপ্রীতিকর ঘটনা এড়াতেই পুলিশি কড়া নজর দাঁড়ির মধ্যেই এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের শিব মন্দিরের শিবলিঙ্গের মাথায় জল ঢেলেছেন ভক্তরা। মন্দির চত্বরে ভোর থেকেই উপচে পরা ভিড় ভক্তদের। যথেষ্ট সহযোগিতা মিলছে প্রশাসনের তরফ থেকে এমনই দাবি করছেন ভক্তরা। প্রশাসনের এই ভূমিকা নিয়েও সাধুবাদ জানাচ্ছেন ভক্তবৃন্দরা। দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দরা শান্তিপূর্ণভাবেই শিবের মাথায় জল ঢালতে পেরে খুশি প্রকাশ করছেন।
গোটা শ্রাবণ মাস জুড়েই চলছে শিবের আরাধনা। শিবনিবাস শিব মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকেও বিভিন্ন সুযোগ-সুবিধার দিকেও নজর থাকছে।
Social