জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ দলীয় প্রার্থীদের সমর্থনে সোমবার বিকালে মন্তেশ্বরে নির্বাচনী জনসভা করতে এলেন মন্তেশ্বরের বিধায়ক তথা গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ও রাজ্যের প্রাণিসম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ। মন্তেশ্বরের মামুদপুর-১ অঞ্চলের প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার সারলেন রাজ্যের দুই মন্ত্রী।মামুদপুর কাছারি বাড়ি মাঠ সংলগ্ন এলাকার ময়দানে এই সভায় অনুষ্ঠিত হয়।
এদিন রাজ্যের দুই মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ও মন্ত্রী স্বপন দেবনাথ বক্তব্যে রাজ্য সরকারের ঘোষিত খাদ্য সাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, সহ বিভিন্ন জনমুখী প্রকল্প গুলির কথা তুলে ধরে তৃণমূল কংগ্রেসের ঘোষিত প্রার্থীদের ভোটদানের আহ্বান জানান তারা।
মন্ত্রী স্বপন দেবনাথ সিপিআইএম ও বিজেপির সমালোচনা করে বলেন, এত শান্তিপূর্ণ মনোনয়নেও যারা দলের প্রার্থী খুঁজে পায় না তাদের মুখে বড় বড় কথা মানায় না।
এই সভায় রাজ্যের দুই মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখ সহ তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা।
Social