সেখ সামসুদ্দিন, মেমারীঃ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিবর্তন হওয়ার পর থেকেই ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তালা বন্ধ হয়ে যায়। ফলে দায়িত্বপ্রাপ্ত শহর তৃণমূল কংগ্রেসের অধীনস্থ ওয়ার্ড কমিটিগুলিকে নিজ নিজ ওয়ার্ডে নতুন করে তৃণমূল কংগ্রেসের কার্যালয় করতে হচ্ছে। এ রকমই পরিস্থিতিতে মেমারী পৌরসভার দু’নম্বর ওয়ার্ডের খাঁড়ো ফুটবল মাঠের পাশে একটি ওয়ার্ডে নতুন কার্যালয়ে করা হয়। যার দারোদঘাটন করেন মেমারী শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন ঘোষাল। এই ওয়ার্ডে নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে এলাকার গুণীজনদের সংবর্ধনা, মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও দুঃস্থ মানুষদের মধ্যে মশারি বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর সভাপতির সঙ্গে সহ-সভাপতি আশীষ ঘোষ দস্তিদার, এসসি – ওবিসি শহর সভাপতি বিশ্বজিৎ বাগ, বঙ্গ জননী বাহিনীর সভানেত্রী, আইএনটিটিইউসি সভাপতি শেখ আশরাফ আলী, ব্লক এসসি – ওবিসি সভাপতি তাপস বিশ্বাস, কলা নবগ্রাম চক্রের প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি মহঃ জাহাঙ্গীর, প্রাক্তন ব্লক সহসভাপতি সন্দীপ পরামানিক, শহরের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও নেতৃত্ববৃন্দ।
এদিন প্রায় দুই শতাধিক মানুষের হাতে মশারি তুলে দেওয়া হয়। প্রায় ৩৫ জন মাধ্যমিক পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানানো হয় বলে জানান শহর সংখ্যালঘু সেলের সভাপতি ফারুক আব্দুল্লাহ।