টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শহরে ভয়াবহ আগুন। বর্ধমান শহরে ১ নম্বর রামকৃষ্ণ রোড এলাকায় একটি এসি, ফ্রিজের পার্টস পত্রের দোকানে ভয়াবহ আগুন লাগে মঙ্গলবার সন্ধ্যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও কি থেকে এই আগুন লাগে তা সঠিকভাবে জানা যায়নি। দোকানের ভিতরে থাকা সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে যায় মুহূর্তের মধ্যে। ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশও আসে।
ফায়ার ব্রিগেডের অফিসার দীপক সেন জানান, আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দোকানদার ধূপ জ্বালিয়ে দোকান বন্ধ করে চলে গেছে তা থেকে আগুন লাগতে পারে বলে অনুমান। স্থানীয়দের কাছে থেকে জানা যায়, এখানে ফ্রিজের পার্টস পত্র পাওয়া যেত এবং মেরামতের দোকান ছিলো। এদিন সন্ধ্যায় হঠাৎ দেখি দোকান থেকে ধোঁয়া বেরোচ্ছে। তারপর দমকল বাহিনীকে খবর দেওয়া হয় এবং তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
Social