টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বিষ খেয়ে আত্মঘাতী হলেন একই পরিবারের তিন মহিলা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের কালনা রোড পীরপুকুর এলাকার চৌধুরী বাড়ি থেকে মা ও দুই মেয়ের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। কী কারণে এক সঙ্গে তিন জনের মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃতেরা হলেন বাড়ির ছোটো মেয়ে শঙ্খমিতা চৌধুরী (৩৪), মা মৃণালিনী চৌধুরী (৭০বছর) আর এক মেয়ে বন্দিতা চৌধুরী (৪০বছর) আত্মঘাতী হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনজনের প্রত্যেকেই বিপুল সম্পত্তির মালিক।
এদিন সকালে পরিচারিকা বাড়িতে কাজ করতে এসে অনেকক্ষণ ডাকাডাকির পর সাড়া না পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। পরে প্রতিবেশীরা পুলিশকে জানান। বাড়ির পরিচারিকা রূপালি হালদার জানান, সকালে তিনি কাজের জন্য ওই বাড়িতে আসেন। কিন্তু কলিং বেল বাজানোর পরেও কারও সাড়া পাননি। তাই সেখানে অনেকক্ষণ থাকার পর প্রতিবেশীদের তিনি বিষয়টি জানান। দরজা বন্ধ থাকায় এক যুবক ব্যালকনি দিয়ে ওই বাড়িতে প্রবেশ করেন। তখনই দেখতে পান ঘরের ভেতরে তিনজন অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। এরপর খবর দেওয়া হয় পুলিশে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডিএসপি হেডকোয়ার্টার এবং অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায় সহ বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী।
বর্ধমানের কালনা রোডের পীরপুকুরে বিশাল চৌধুরী বাড়ি। সেই চৌধুরী বাড়ির এমন মর্মান্তিক ঘটনায় হতবাক সকলে।
Social