টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান পৌরসভা দু’নম্বর ওয়ার্ডের অন্তর্গত বর্ধমান মেডিকেল কলেজ স্টাফ কোয়ার্টার এলাকার পাশে ঝোপে বুধবার হঠাৎই ভয়াবহ আগুন। আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা পাশের একটি জলাশয় থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং খবর দেওয়া হয় দমকল বিভাগের কাছে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন আসে হয় ঘটনাস্থলে। দমকল বিভাগ ও স্থানীয়দের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
স্থানীয় বাসিন্দা কানাই বিশ্বাস বলেন, হঠাৎই আমরা দেখতে পাই ঝোপের মধ্যে আগুন লেগে গেছে। তড়িঘড়ি আমরা ছুটে আসি এবং জল দিয়ে চেষ্টা করি আগুন নেভানোর। যদি সঠিক সময় না দেখতে পেতাম তাহলে হয়তো ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেত। পাশাপাশি অনেক বস্তি আছে যেগুলোতে আগুন লেগে যেতে পারতো।
বর্ধমান দমকল বিভাগের সাব অফিসার সুদীপ্ত চক্রবর্তী বলেন, আমাদের কাছে খবর যায় যে আগুন লেগেছে আমার তখনই দুটি ইঞ্জিন নিয়ে উপস্থিত হয় ঘটনাস্থলে। কিভাবে আগুন লেগেছে এখন সেটা বলা যাবে না। এখন আগুন নিয়ন্ত্রণে আছে। কোনোরকম ক্ষয়ক্ষতি হয়নি যেহেতু আগুনটা ফাঁকা জায়গায় ঝোপে লেগেছে।
Social