টুডে নিউজ সার্ভিসঃ একুশে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে রাজ্য জুড়ে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দিলেন তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ আগস্ট শনিবার রাজ্য জুড়ে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা অবধি চলবে এই কর্মসূচি। আর এই ঘেরাও চলাকালীন কোনো বিজেপি নেতা ঘর ঢুকতে বা বের হতে পারবেন না। অসুস্থদের সবরকম সাহায্য করা হবে।
এছাড়াও তিনি বলেন, রাজ্যের পাওনা দাবি আদায়ের জন্য দিল্লি যেতে হবে। আগামী গান্ধী জন্ম জয়ন্তীতে দিল্লি চলো আহ্বান জানান অভিষেক। তিনি বলেন রাজ্য থেকে জনগন যাবেন দিল্লিতে। আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন গান্ধীগিরির পথে হেঁটেই ১০০ দিনের কাজের টাকা আদায়ের পথে হাঁটবে তৃণমূল কংগ্রেস। কলকাতা থেকে ১০০ দিনের কাজের টাকা পাননি সকলকে নিয়ে দিল্লিতে কৃষি ভবনের সামনে গিয়ে ধর্না দেবেন বলে হুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে ৫ আগস্ট ট্রেলার হবে।
সমস্ত খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন্ট করুন : https://chat.whatsapp.com/