শক্তিগড়ে শুটআউটে ব্যবহৃত নীল গাড়ি উদ্ধার

Burdwan Today
2 Min Read

 

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শক্তিগড়ে শুটআউটে ব্যবহৃত নীল গাড়ি উদ্ধার করল শক্তিগড় থানার পুলিশ। উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় শক্তিগড়ে একটি ল্যাংচা দোকানের সামনে কয়লা ব্যবসায়ী রাজু ঝাঁ-এর সাদা ফরচুনা গাড়িটা দাঁড়াতেই পিছন থেকে একটি নীল রঙের গাড়ি এসে এলোপাথাড়ি গুলি চালায়। সেই গুলিতে গাড়ির সামনে চালকের পাশের আসনে বসে থাকা রাজু ঝাঁ ঝাঁঝরা হয়ে যান এবং আহত হন পিছনের আসনে বসে থাকা তাঁর সঙ্গে ব্রতীন মুখার্জি। জানা যায় ‘পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ’ থেকে গুলি করে করা হয় অবৈধ কয়লা ব্যবসায়ী রাজেশ ঝাঁ ওরফে রাজু-কে। পর পর ছয় থেকে সাতটা গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়েছেন রাজুর এক সঙ্গী ব্রতীন মুখার্জি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে শক্তিগড় জাতীয় সড়কের ধারে থাকা ব্যবসায়ী মহলে।

শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিনহা রায় সহ পুলিশের অন্যান্য উচ্চপদস্থ কর্তারা।

এদিকে রবিবার সকালে দুষ্কৃতীদের সেই নীল গাড়ির খোঁজ মেলে এবং পুলিশ গিয়ে সেই গাড়ি উদ্ধার করে। পুলিশের ধারণা, কয়লা ব্যবসায়ী রাজু ঝাঁ-কে গুলি করে পালানোর পর বিপদ বুঝে অভিযুক্তরা রুট বদল করে। সড়ক পথের পরিবর্তে রেলপথকে তারা নিরাপদ ভাবে। সেই কারণে জাতীয় সড়কের ধারে শক্তিগড় রেল স্টেশন যাওয়ায় রাস্তায় গাড়িটি ফেলে সম্ভবত ট্রেন ধরেই চম্পট দিয়েছে। পাশাপাশি ওই গাড়ি থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি নকল নাম্বার প্লেট।

অপরদিকে রবিবার বর্ধমান মেডিক্যাল কলেজের মর্গে রাজু ঝাঁ-র ময়নাতদন্ত হয় কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে‌। 

এদিকে এই বিষয়ে রাজু ঝাঁ-এর পরিবার মুখ খুলতে চায়নি সংবাদমাধ্যমের সামনে। অন্যদিকে তাঁর সঙ্গী আহত ব্রতীন মুখার্জী বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *