Breaking News

রাজা রামমোহন রায়ের ২৫১তম জন্মদিন উদযাপনে পঞ্চবনের বিশেষ আয়োজন

  

টুডে নিউজ সার্ভিসঃ বাংলার নব জাগরনের প্রাণ পুরুষ  রাজা রামমোহন রায়ের ২৫১তম জন্মদিন উদযাপন উপলক্ষে প্রাচী প্রতীচীর উদ্দ্যোগে পঞ্চবনের খাপছাড়া প্রাঙ্গনে    অনুষ্ঠিত হতে চলেছে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ২৩  মে ২০২৩ সন্ধ্যে ৭ টায় আলোচনা বিষয় – “বর্তমান সময়ে রাম মোহনের প্রাসাঙ্গিকতা” এবং ২৭ মে ২০২৩ সন্ধ্যে ৭ টায় “গান কবিতা ও দুটি নাটক।” 

একটি নাটক উপস্থাপনা করবে বাংলাদেশের  বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্য দল, নাটকের নাম “শূন্য সময়ের পথে।” অন্য আর একটি নাটক “ভাসান” উপাস্থপনায় কলকাতা রংশীর্ষ। প্রয়োজনে – ৯৫৯৩০০০৯৯৯

About Burdwan Today

Check Also

কোথাও হল না ঠাঁই, মন্দিরের আটচালায় বসে কাঁদছে বৃদ্ধ মা

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ বেলা ফুরায় তবুও বাইরেই ঠাঁই। পুত্র আর পুত্রবধূর অত্যাচারে অসহায় ৮৫ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *