রাজা রামমোহন রায়ের ২৫১তম জন্মদিন উদযাপনে পঞ্চবনের বিশেষ আয়োজন

Burdwan Today
1 Min Read

  

টুডে নিউজ সার্ভিসঃ বাংলার নব জাগরনের প্রাণ পুরুষ  রাজা রামমোহন রায়ের ২৫১তম জন্মদিন উদযাপন উপলক্ষে প্রাচী প্রতীচীর উদ্দ্যোগে পঞ্চবনের খাপছাড়া প্রাঙ্গনে    অনুষ্ঠিত হতে চলেছে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ২৩  মে ২০২৩ সন্ধ্যে ৭ টায় আলোচনা বিষয় – “বর্তমান সময়ে রাম মোহনের প্রাসাঙ্গিকতা” এবং ২৭ মে ২০২৩ সন্ধ্যে ৭ টায় “গান কবিতা ও দুটি নাটক।” 

একটি নাটক উপস্থাপনা করবে বাংলাদেশের  বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্য দল, নাটকের নাম “শূন্য সময়ের পথে।” অন্য আর একটি নাটক “ভাসান” উপাস্থপনায় কলকাতা রংশীর্ষ। প্রয়োজনে – ৯৫৯৩০০০৯৯৯

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *