রাজমিস্ত্রী এবং তাঁদের ছেলেমেয়েদের পড়াশোনা সহ লোভনীয় চাকরীর কথা ঘোষণা করল আদানী গ্রুপ

Burdwan Today
2 Min Read

 পার্থপ্রতিম কোঙারঃ রাজমিস্ত্রী এবং তাঁদের ছেলেমেয়েদের পড়াশোনা সহ লোভনীয় চাকরীর কথা ঘোষণা করল আদানী গ্রুপ। শনিবার বর্ধমানের একটি বৎসরিক সন্মেলনের সভায় এই গ্রুপের নতুন সিমেণ্ট  সহ কোম্পানীর ক্রেতাদের তথা চ্যানেল পার্টনার মিটে এই ঘোষণা করলেন কোম্পানীর সেলস ম্যানেজার মহম্মদ দানিশ। তিনি জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তাঁরা ব্যবসায়ীক কাজকর্মের পাশাপাশি সামাজিক কাজেও হাত লাগিয়েছেন। চলতি বছরে তাঁরা বর্ধমান, হুগলী, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান সহ ৮টি জেলা নিয়ে গঠিত রিজিওনালে প্রায় ১০টি রক্তদান শিবির, ৮টি স্বাস্থ্য শিবির, ১৭টি ক্যাম্পের মাধ্যমে দুস্থ ও দরিদ্র পরিবারকে সাহায্য করেছেন। এরই পাশাপাশি  রাজমিস্ত্রী পরিবারের যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রী রয়েছে তাদের পড়াশোনার জন্য তাঁরা স্কলারসিপ চালু করেছেন। 

সংস্থার টেকনিক্যাল ম্যানেজার বুবাই ঘোষ জানিয়েছেন, প্রতি বছর তাঁরা প্রতি জেলায়  ২৫ জন করে রাজমিস্ত্রী পরিবারের ছাত্রছাত্রীদের বছরে ৮ হাজার টাকা করে স্কলারসিপ দিচ্ছেন। এরইসঙ্গে এবছর থেকে তাঁদের ঘোষণা, রাজমিস্ত্রী পরিবারের ছেলেমেয়েরা যাঁরা মেধাবী এবং পড়াশোনার উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে তারা চাইলে এই কোম্পানীতে তারা চাকরি করতে পারেন। তাদের চাকরীর পাশাপাশি কোম্পানীর ডিলারদের ছেলেমেয়েদের জন্যও এই সুযোগ দেওয়া হচ্ছে। এদিন মহম্মদ দানিশ জানিয়েছেন, রাজমিস্ত্রিদের জন্য চিকিৎসা  বীমা, লাইফ প্রোটেকশন চালু  করা হয়েছে। 

অন্যদিকে, এদিন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে এসে এসিসি সিমেণ্টের রিজিওন্যাল প্রধান অবধেশ শর্মা জানিয়েছেন, ভারতের চন্দ্র অভিযান সফল হওয়ার সঙ্গে সঙ্গে চাঁদে বসতি তৈরী করার চিন্তাভাবনা শুরু হয়েছে। আগামী ৫০ বছরের মধ্যে এটাও হয়ত সম্ভব হবে। আর এই চিন্তাভাবনার সঙ্গে সঙ্গে তাঁরাও চিন্তা করছেন চাঁদে তাঁদের কারখানা স্থাপনের। যা আগামীদিনের যুগান্তকারী সিদ্ধান্ত।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *