টুডে নিউজ সার্ভিসঃ শুক্রবার রমজান। আর সেই সন্ধ্যায় সূর্য ডুবতেই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হল গোটা রাজ্যবাসী। পশ্চিম আকাশে উঠেছে সরু এক ফালি চাঁদ। আর তার গায়ে এক আলোর বিন্দু যা শুক্র গ্রহ।
সন্ধ্যা প্রায় ৬ টা পর্যন্ত সেই আলোর বিন্দু একেবারে চাঁদের কাছেই অবস্থান করছিল। পরে তা দেখা যায় আস্তে আস্তে সেই বিন্দু চাঁদ থেকে দূরে সরে যাচ্ছে। সুন্দর দৃশ্য, বিরল মহাজাগতিক দৃশ্য!
বর্ধমানের আকাশেও সেই বিরল দৃশ্য দেখা গেল। এদিন সন্ধ্যায় চাঁদের নিচে চাঁদের গা ঘেঁষে জ্বলজ্বল করছে তারা। সেই ছবি এদিন ক্যামেরা বন্দী করছে অনেকেই।
Social