টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ মঙ্গলবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মদিবস। গোটা দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে এই দিনটি। পাশাপাশি বিভিন্ন জেলায় সকাল বেলা থেকেই প্রভাত ফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। সেই মর্মেই পূর্ব বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তরে এবং বর্ধমান রবীন্দ্র পরিষদের যৌথ উদ্যোগে মঙ্গলবার বর্ধমান রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো কবি প্রণাম। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াংকা সিংলা, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রাম শঙ্কর মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Social