অভিজিৎ হাজরা, আমতা, হাওড়াঃ আমতার উদং-এর ঐতিহ্যবাহী রথের মেলায় পলিথিন ক্যারিব্যাগ ব্যবহারের বিরুদ্ধে প্রচার চালালো পরিবেশ সংগঠন ‘গ্রীন চেন মুভমেন্ট’-এর পরিবেশ-কর্মীরা। মেলায় আগত মানুষদের তাঁরা বোঝান পলিথিন ক্যারিব্যাগ ব্যবহারের বিপদ। তাঁরা সকলকে অনুরোধ করেন জিলিপি ও অন্যান্য সামগ্রী যেন পলিথিন ক্যারি ব্যাগে বহন না করেন। বিকল্প হিসাবে তাঁরা ইকো ফ্রেন্ডলি ডিসপোজেবল ব্যাগের যোগানের ব্যবস্থা করেন।
সচেতনতা মূলক এই প্রচার অনুষ্ঠানে ‘গ্রীন চেন মুভমেন্ট’-এর পরিচালক তথা শিক্ষক প্রদীপ রঞ্জন রীত এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দেবাশীষ কোলে,শুভ জিৎ পাল, অর্ণব পাল,প্রিয়াশা মেউর, অধ্যাপক সৌমেন রায়, শিক্ষক গোপাল চন্দ্র পারাল প্রমুখ। ছিল সচেতনতা মূলক পোস্টার।
‘গ্ৰীণ চেন মুভমেন্ট’-এর পরিচালক তথা শিক্ষক প্রদীপ রঞ্জন রীত বলেন- “এই উদ্যোগে ভালোই সাড়া পাওয়া গেছে। বহু মানুষ পলিথিন ক্যারি ব্যাগের পরির্বতে আমাদের সরবরাহ করা পরিবেশ- বান্ধব ব্যাগ ব্যবহার করেছেন। গত বছর ১ লা জুলাই থেকে ৭৫ মাইক্রনের কম বেধ যুক্ত পলিথিন ক্যারিব্যাগ সরকারীভাবে নিষিদ্ধ। কিন্তু এখনো এগুলি বাজারে রমরমিয়ে চলছে। প্রশাসনকে নজরদারি চালাতে আবেদন জানাচ্ছি।” ‘গ্ৰীণ চেন মুভমেন্ট’ এর সদস্যদের এই উদ্যোগকে সকলে প্রশংসা করেন ।
Social