টুডে নিউজ সার্ভিসঃ গত মঙ্গলবার প্রথম দিনের পরে এদিন বুধবার দুপুর দ্বিতীয় দফায় ইসরোর প্রতিনিধি দল যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে। ইসরোর দুই বিজ্ঞানীদের নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ, সহ-উপাচার্য ও অধ্যাপকরা পরিদর্শন করলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঁচটি গেট রয়েছে সেই সমস্ত গেট থেকে শুরু করে, মহিলা হোস্টেল, ডিন অফ স্টুডেন্টস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা নিউ বয়েজ হোস্টেল অর্থাৎ যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ছাত্রদের এই মুহূর্তে রাখা হয়েছে সেই জায়গা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রায় সম্পূর্ণ ক্যাম্পাস পরিদর্শন করলেন তারা।
সিসিটিভি থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তি যদি এখানে ব্যবহার করা হয় তাহলে কোন জায়গায় ব্যবহার করলে সব থেকে ভালো হবে। সিসিটিভি ক্যামেরা কোথায় বসলে নিরাপত্তা সব থেকে জোরদার করা যাবে সমস্ত বিষয়টা পরিদর্শন করছেন তারা এবং সমস্ত কিছু নোট করছেন তারা।
Social