টুডে নিউজ সার্ভিস, ইসলামপুরঃ মেয়ের বিয়ের টাকা জোগাড় করতে ভিন রাজ্যে গিয়েছিল বাবা, কিন্তু টাকা নিয়ে আর বাড়ি ফেরা হলো না। মৃত্যু খবর পেতেই দিশেহারা পরিবার।
দিল্লির অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের সুজালি গ্রামের বাসিন্দা শ্রমিক পাসিরুলের। দিল্লিতে টোটো চালাতেন বলে পরিবারের তরফ থেকে জানা গিয়েছে, প্রায় এক মাস আগে দিল্লিতে কাজ করতে গিয়েছিলেন পাসিরুল। সেখানে ছয় মাস রোজগার করে বাড়ি ফিরে মেয়ের বিয়ে দেওয়ার কথা ছিল মৃত পাসিরুলের। কিন্তু বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যরা খবর পায় দিল্লির অগ্নিকাণ্ডের ঘটনায় তার মৃত্যু হয়। মৃত্যুর খবর পেতেই দিশেহারা হয়ে পরে দিনমজুর পরিবারটি।
অন্যদিকে মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজনের সাথে দেখা করতে মৃত পাসিরুলের বাড়িতে উপস্থিত হন সুজালি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আব্দুল হক ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করে আব্দুল বাবু জানিয়েছেন, পরিবারের অবস্থায় তেমন ভালো নেই। মুখ্যমন্ত্রী ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের জন্য ঘোষনা করেছেন। পঞ্চায়েত থেকে ১.৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা করার জন্য ঘোষনা করেন। এছাড়াও মৃত পাসিরুলের পরিবারের পাশে দাঁড়িয়ে তার মেয়ের বিয়ে দেওয়ার দায়িত্ব নিলেন তিনি। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Social