সেখ সামসুদ্দিন, মেমারিঃ ১০ম বর্ষ মেমারি প্রিমিয়ার লীগ ১৬ দলীয় ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয় নবপল্লী মাঠে। এদিন চ্যাম্পিয়ন হয় পান্ডুয়া মর্নিংস্টার একাদশ এবং রানার্স নিয়াজ একাদশ দুর্গাপুর। টসে জিতে পান্ডুয়া একাদশ বোলিং-এর সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে নিয়াজ একাদশ ছয় ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৮৫ রান করে। ৮৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে পান্ডুয়া মর্নিংস্টার ৬ ওভারে ১ বল বাকি থাকতে প্রয়োজনীয় রান তুলে নেয় ৪ উইকেটের বিনিময়।
এদিন চ্যাম্পিয়ন টিমকে ৭০ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি দেওয়া হয় এবং রানার্স টিমকে ৫০ হাজার টাকা ও রানার্স ট্রফি দেওয়া হয়। ম্যান অফ দ্যা ম্যাচ শংকর পাশওয়ান ওরফে টাইগার, বেস্ট বোলার শংকর শ্রীবাস্তব, বেস্ট ফিল্ডার অমিত কুমার, বেস্ট ব্যাটসম্যান শংকর হাঁসদা এবং নিয়াজ একাদশের ইমরান খান বেস্ট উইকেট কিপার নির্বাচিত হন।
এদিন ফেয়ার প্লে ট্রফি তুলে দেওয়া হয় পান্ডুয়া একাদশের হাতে। এদিন খেলার মাঠে মঞ্চে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা তারকা সোহিনী সরকার, পৌরপ্রধান স্বপন বিষয়ী, উপপৌরপ্রধান সুপ্রিয় সামন্ত, দেবীপুর নেত্রালয়ের প্রশান্ত সিংহ রায়, মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা সহ ১৬ টি ওয়ার্ডের কাউন্সিলর সহ মেমারি প্রিমিয়ার লীগ ক্লাবের সদস্যবৃন্দ।
Social