টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের। মৃত যুবকের নাম আলমগীর শেখ (২৮), বাড়ি দুর্গাপুর অঞ্চলের শোভনা গ্রামে। ঘটনাটি ঘটে মেমারি হাটপুকুরের কাছে বাগিলা মোড়ে জিটি রোডে।
জানা যায়, বৃহস্পতিবার শোভনার দিক থেকে মেমারির দিকে বাইক নিয়ে আসছিলেন আলমগীর শেখ। সেই সময় বাগিলা মোড়ের কাছে অপর দিক থেকে আসা এক বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটে। ফলে দু’জন বাইক আরোহী রাস্তায় পড়ে যায়, আর ঠিক সেই সময় অপর দিক থেকে আসা এক আলু বঝাই গাড়ির চাকায় পিষ্ট হয় আলমগীর শেখ।
খবর পেয়ে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি মেমারি থানায় নিয়ে আসে।