পাপু লোহার, দুর্গাপুরঃ বিশ্ব মৃগী দিবস উপলক্ষ্যে মঙ্গলবার দুর্গাপুরের বি-ওয়ান মোড় সংলগ্ন একটি কমিউনিটি হলে আরোগ্যম নিউরোক্লিনিকের পক্ষ থেকে একটি সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৃগীরোগ সম্মন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য এই অনুষ্ঠানের আয়োজন বলে জানান আরোগ্যমের কর্ণধার বিশিষ্ঠ স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাঃ প্রবীণ যাদব।
এদিন ৪০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসার ব্যাবস্থা করা হয়। পাশাপাশি স্থানীয় শিল্পীদের পথনাটিকার মাধ্যমে মৃগী রোগ সম্মন্ধিত কুসংস্কার বন্ধের প্রচার করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি অজয় নন্দ , দুর্গাপুরের নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় ,প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব , আইএমএ দুর্গাপুর শাখার প্রেসিডেন্ট তথা প্রাক্তন পুরমাতা ছবি নন্দী সহ বিশিষ্ঠ জনেরা। বিনামূল্যে বোন মেরু পরীক্ষা, বিনামূল্যে ফিজিওথেরাপী সহ বিভিন্ন পরীক্ষার ব্যাবস্থাও রাখা হয়।
Social