টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আগামী ২ ফেব্রুয়ারি বর্ধমানে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সফরে বর্ধমানের গোদার মাঠে প্রশাসনিক সভা করবেন তিনি। এই উপলক্ষ্যে হেলিকপ্টারের ট্রায়াল রান হল শনিবার বর্ধমানের গোদার মাঠে। এদিকে হেলিকাপ্টার দেখতে অসংখ্য সাধারন মানুষ ভিড় করেন মাঠে।
তবে ২ ফেব্রুয়ারি বীরভূম থেকে বর্ধমানে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে আসার সম্ভাবনাই বেশি। সেইজন্য সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। হেলিকাপ্টার ট্রায়াল রানের সময় সভাস্থলে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরা। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে আসবেন বলে জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে। তৈরি রাখা হচ্ছে সড়ক পথও।
ভেদিয়া এলাকায় রেলের নিচে আসায় সমস্যা হতে পারে। সেইঐ কারনেই হেলিকপ্টারে আসার বিষয়টি মাথায় রাখা হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাকে নিয়ে বর্ধমানে এই সভা হবে।