দেবনাথ মোদক, খাতড়াঃ খাতড়া স্পোর্টস্ ক্যারাটে অ্যাকাডেমীর শীতকালীন বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল মুকুটমণিপুর পর্যটন কেন্দ্রে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুকুটমণিপুর জলাধারের পাশে একটি হলঘরে ওই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। অ্যাকাডেমীর বিভিন্ন শাখার প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রী শিবিরে অংশগ্রহণ করে।
অ্যাকাডেমির প্রশিক্ষক অমিত করমোদক জানিয়েছেন, এদিনের শিবিরে ক্যারাটের বিভিন্ন বেসিক কলাকৌশল ছাড়াও ছেলেদের পাশাপাশি বিশেষ করে মেয়েদের বিভিন্ন আত্মরক্ষা মূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ নিয়ে মেয়েরা নিজেদের আত্মরক্ষার বিষয়ে পারদর্শী হয়ে উঠবে বলে তিনি আশাবাদী। এছাড়াও কিছু ছাত্র ছাত্রীদের বেল্ট পরীক্ষা নেওয়া হয়। প্রত্যেক বছর ৬ মাস অন্তর পরীক্ষা নেওয়া হয়। ওই পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা বেল্ট পরিবর্তনের মধ্য দিয়ে পরবর্তী স্তরে উন্নীত হয়। সুদূর ঝাড়গ্রাম থেকে এই পরীক্ষার পরীক্ষক হিসেবে এসেছিলেন সিহান গৌরাঙ্গ পাল।
এদিনের ওই শিবির উপলক্ষ্যে ছাত্র-ছাত্রী অভিভাবক অভিভাবিকাদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে।
Social