টুডে নিউজ সার্ভিস, কালনাঃ কালনা বিধানসভার হাট কানলা পঞ্চায়েতের মুকতারপুর এলাকার হরিচাঁদ মন্দিরে পুজো দিয়ে দিদির সুরক্ষা কবচ কর্মসূচির শুরু করলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ এদিন রবিবার।
দেবপ্রসাদ বাগ এদিন কর্মীদের বার্তা দিতে গিয়ে তিনি বলেন, সব মানুষের কাছে গেলেন তারা হাসছে বলছে খুব ভালো তাহলে জানবেন আপনাদের এই কর্মসূচি সফল নয়। মানুষ যদি তাদের অভাব অভিযোগ ও ক্ষোভের কথা কথা আপনাদের বললেই জানবেন কর্মসূচি সফল হচ্ছে। এদিন বিধায়ককে কাছে পেয়ে গ্রামের রাস্তাঘাট এবং ড্রেনের উন্নয়ন হয়নি বর্ষার সময় এলাকায় জল জমে কষ্টের মধ্যে পড়তে হয়। এলাকার এক তৃণমূল নেতার নাম করে তার গ্রামে অনুপস্থিতির কথাও তুলে ধরেন এক গ্রামবাসী। বিধায়ক আগামী দিনে তাদের অসুবিধা সমাধানের আশ্বাস দেন। এরপরই কালনা হসপিটালে অ্যাসিস্ট্যান্ট সুপার এর সাথে গিয়ে হাসপাতালের মান উন্নয়ন নিয়ে কথা বলেন বিধায়ক দেবপ্রসাদ বাবু।
এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন কালনা এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শান্তি চাল। ব্লকের যুব সহ সভাপতি প্রবীর বারুই, হাট কালনা পঞ্চায়েতের প্রধান শুভ্র মজুমদার, তৃণমূল নেতা প্রাণ কৃষ্ণ দেবনাথ, রঞ্জিত সেন সহ বিশিষ্টজনেরা।